November 24, 2024
আঞ্চলিক

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পলাশ, সম্পাদক দীপক

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন গত বুধবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৯ ভোটারের মধ্যে ভোট পড়ে ২৯৪টি। নির্বাচনে তিনজন সভাপতি প্রার্থীর মধ্যে উপ-প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ) ১৩৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী উপ-রেজিস্ট্রার মোঃ তারিকুজ্জামান লিপন পেয়েছেন ১৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল ১০১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ¦ী সহকারী রেজিস্ট্রার আবদুর রহমান পেয়েছেন ৯৯ ভোট। সহ-সভাপতির ২টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং তানভীর হোসেন (বাবু)। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সহকারী পরিচালক (অডিট) সুশান্ত কুমার বসু। অর্থ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার মুহাম্মদ রফিকুল ইসলাম (রফিক)। দপ্তর সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার মোঃ মেহেদী হাসান। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ছুনুরাম রায় (সাগর)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম (শহিদ)। সমাজ কল্যাণ সম্পাদক পদে সেকশন অফিসার সরদার ইসরাফিল হোসেন। এছাড়া নির্বাহী সদস্যের ৭টি পদে যথাক্রমে সহকারী রেজিস্ট্রার শেখ মোঃ সোহরাব হোসেন, সেকশন অফিসার (ল্যাব) সাইদা আক্তার রিনি, সহকারী রেজিস্ট্রার মোঃ জাহাঙ্গীর হোসেন, সেকশন অফিসার মোছাঃ তাহেরা মনোয়ার, উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ পারভেজ, সেকশন অফিসার খান মঞ্জুর মোমেন রানা এবং লায়লা রুমঝুম নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার উপ-রেজিস্ট্রার মোহাঃ আলী আকবর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্যা জানানো হয়েছে।  এই নির্বাচনে দুইজন নির্বাচন কমিশনার ছিলেন যথাক্রমে সহকারী পরিচালক মোঃ আব্দুর রহমান ও সেকশন অফিসার (আইটি) অতীশ দীপঙ্কর বিশ্বাস।

এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে নব-নির্বাচিত পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচিত পরিষদের সভাপতিকে শপথ পড়ান। পরে সভাপতি নির্বাচিত অন্যান্যদের শপথ পড়ান। তবে জানা যায়, নির্বাচিত সাধারণ সম্পাদকসহ একটি অংশ শপথ নেয়নি। এ বিষয় বিস্তারিত জানা যায়নি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *