খুবি অফিসার্স কল্যাণ পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সভা গতকাল বুধবার বিকেল ৪ টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি উপ-পরিচালক (অডিট) শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। পরিষদের ট্রেজারার সহকারী পরিচালক মোঃ আব্দুর রহমান আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন।
সভায় আরও বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মোঃ তারিকুজ্জামান লিপন, নির্বাহী সদস্য মিয়া মোহাম্মদ সালাউদ্দিন সুকর্ত, ডাঃ শেখ সাইদ আফতাব, সহকারী রেজিস্ট্রার মোঃ রফিকুল ইসলাম বাবু। পরে সভায় আলোচনাপর্বে অংশ নেন পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার টিপু সুলতান, উপ-রেজিস্ট্রার জি এম লুৎফর রহমান, মোঃ সিরাজুল ইসলাম, শেখ আরিফ নেওয়াজ, হাওলাদার আলমগীর হাদী, উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমেদ, সহকারী রেজিস্ট্রার সৈয়দ মিজানুর রহমান, মোহাম্মদ আলী, মোঃ আব্দুর রহমান, মোঃ মিজানুর রহমান, তানভীর হোসেন, সহকারী পরিচালক (শাঃশি) মোঃ আবু সাঈদ, সেকশন অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। সভায় পরিষদের বার্ষিক রিপোর্ট সর্বসম্মতভাবে পাস হয়। এছাড়া দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান হলেন উপরেজিস্ট্রার জিএম লুৎফর রহমান। সদস্যদ্বয় হলেন উপ-পরিচালক মাসুদুল হাসান ও ডাঃ অর্র্চিস্মান দেবনাথ।