January 13, 2025
আঞ্চলিক

খুবির ৫টি আবাসিক হলে একইদিনে ইফতার অনুষ্ঠিত

 

 

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হলে একইদিনে ইফতার অনুষ্ঠিত হয়। হলের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে প্রত্যেক হলে ইফতার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ইফতার পূর্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে যান এবং হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) ড. মোঃ ইকবাল আহম্মদ ও সহকারী প্রভোস্টবৃন্দের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি খান বাহাদুর আহছানউল্লা হলে যান এবং হলের প্রভোস্ট প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ ও সহকারী প্রভোস্টবৃন্দের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। তারপর তিনি খানজাহান আলী হলে যান এবং সেখানে হলের প্রভোস্ট প্রফেসর ড. সমীর কুমার সাধু ও সহকারী প্রভোস্টবৃন্দের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে যান এবং হলের প্রভোস্ট প্রফেসর ড. আয়েশা আশরাফ ও সহকারী প্রভোস্টবৃন্দের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। সর্বশেষ তিনি অপরাজিতা হলে যান এবং হলের প্রভোস্ট নাজিয়া হাসানসহ সহকারী প্রভোস্টবৃন্দের সাথে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক ও সহকারী প্রভোস্টবৃন্দ শিক্ষার্থীদের সাথে ইফতার করেন। উক্ত হল সমূহের প্রথা অনুযায়ী প্রত্যেক হলের প্রাক্তন প্রভোস্টবৃন্দও এসময় উপস্থিত ছিলেন। ইফতারপূর্বে দোয়া করা হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *