খুবির সিন্ডিকেট সদস্যের বড় ভাইয়ের মৃত্যুতে ভিসি’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, রসায়ন ডিসিপ্লিনের প্রধান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার বড় ভাই গতকাল রবিবার বিকাল ৩টায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মরহুমের স্ত্রী ও দুই সন্তান সৌদিআরব থেকে দেশে পৌঁছলে আগামী ১৪ জানুয়ারি তার নামাজে জানাযা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।
খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার বড় ভাইয়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি আজ দুপুরে হাসপাতালে যান এবং পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দসসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনদ্বয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুরুপ শোক প্রকাশ করেছেন।