খুবির সামাজিক বিজ্ঞান স্কুলে ডিন’স স্কলারশিপ প্রদান
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনান্দ দাশ একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন অফিসে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম টার্মের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
সামাজিক বিজ্ঞান স্কুলে ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আব্দুল জব্বার এবং অর্থনীতি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান। সামাজিক বিজ্ঞান স্কুলে ডিন স্কুলের বিভিন্ন ডিসিপ্লিলেন আটজন শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।