খুবির সামাজিক বিজ্ঞান স্কুলে ডিন’স স্কলারশিপ প্রদান
গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামাজিক বিজ্ঞান স্কুলের সম্মেলন কক্ষে স্কুলের অন্তর্র্ভূক্ত ডিসিপ্লিনসমূহের মধ্যে ১ম বর্ষের ১ম টার্মে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল ও মেধাবী ৮ জন শিক্ষার্থীর মধ্যে বৃত্তির চেক প্রদান করা হয়। সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক হস্তান্তর করেন।
এসময় সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আব্দুল জববার, অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান কাজী হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
ডিন’স বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি ডিসিপ্লিনের সৌরব লাহা ও আশরাফুল ইসলাম, সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের নুরুন্নাহার ও সাদিয়া ফাতেমা, ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মোঃ মাসুদ রানা ও সুমাইয়া খাতুন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের কল্যাণ দাস ও শাহীন আলম।