খুবি’র সাবেক উপাচার্য কাদির ভূইয়ার মৃত্যুতে নগর বিএনপির শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল কাদির ভূইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। গতকাল সোমবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খুলনা বিশ^বিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে খুলনা বিশ^বিদ্যালয় পূনগঠনে অসামান্য অবদান রেখেছেন। বিশেষ করে নূতন ডিসিপ্লিন খোলা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পূনগঠনে অথ্যন্ত গুরুপূর্ণ অবদান রেখে খুলনা বিশ^বিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ^বিদ্যালয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কর্মজীবনে একজন প্রজ্ঞাবান এই শিক্ষাবিদ রাজশাহী বিশ^বিদ্যালয় অধ্যাপনাকালীন সময়েও সুনামের সাথে কাজ করে সকলের প্রিয়ভাজন ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।