খুবি’র শিক্ষকের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের সদ্যঅবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার রুহের মাগফেরাত কামনা করে গতকাল মঙ্গলবার বাদ যোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সয়েল, ওয়াটার ও এভায়রণমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর খন্দকার কুদরাতে কিবরিয়া এবং অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পেশ ইমাম ক্বারী মোঃ মুস্তাকিম বিল্লাহ। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্ররা অংশগ্রহণ করেন।