November 28, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিশিক্ষা

খুবির মাঠ গবেষণাগারের জমি নির্ধারণে সম্ভাব্য স্থান পরিদর্শন উপাচার্যের

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের অধীন সাতটি ডিসিপ্লিনের মাঠ গবেষণাগার স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য জমি নির্বাচনে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শনিবার সকাল ১০টায় বটিয়াঘাটা উপজেলার দু’টি মৌজার কয়েকটি স্থান পরিদর্শন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ে এমনিতেই জায়গার স্বল্পতার কারণে উল্লিখিত সাতটি ডিসিপ্লিনের প্রয়োজনীয় মাঠ গবেষণাগারের জমি নেই। তাছাড়া বর্তমানে অনেকগুলো ভৌত অবকাঠামোর উন্নয়ন কাজ চলায় আরও জায়গার সংকট দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে শিক্ষাদানের পাশাপাশি প্রয়োজনীয় মাঠ গবেষণাগার ও ভবিষ্যতে জমির চাহিদায় ক্যাম্পাস সম্প্রসারণের প্রচেষ্টা চলছে। তবে তা সময়সাপেক্ষ হওয়ায় এবং মাঠ গবেষণাগারের জরুরি প্রয়োজনে ক্যাম্পাসের বাইরেও স্থান নির্ধারণের চেষ্টার অংশ হিসেবে গতকাল শনিবার এ পরিদর্শনে যান উপাচার্য।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, জীব বিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুর রউফ, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস্, ফার্মেসি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী, সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর খন্দকার কুদরতে কিবরিয়া, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, উপ-উপাচার্যের সচিব উপ-রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) দীপক চন্দ্র মণ্ডল, উপ-রেজিস্ট্রার (এস্টেট) কৃষ্ণপদ দাশ, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জলমা ইউপি চেয়ারম্যান বিধান রায়সহ সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে উপাচার্য বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস-এর জলমাস্থ প্রধান কার্যালয়ে যান। সেখানে তাঁকে এবং উপ-উপাচার্যকে সংস্থাটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে উপাচার্য সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। তিনি সংস্থার প্রধান কার্যালয়ের পরিচ্ছন্ন পরিবেশেরও প্রশংসা করেন। এসময় সংস্থাটির পরিচালক (প্রশাসন) মো: মইনউদ্দিন খান, পাস্টর অরবিন্দ সমাদ্দার, ম্যানেজার (প্রশাসন) জেমস অজয় চৌধুরীসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *