খুবির বিজিই ডিসিপ্লিনের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসের কনফারেন্স রুমে ‘ওহংরমযঃ রহঃড় ইধপঃবৎরধষ গড়ষবপঁষধৎ গবপযধহরংসং ভড়ৎ ঊংঃধনষরংযসবহঃ ড়ভ ওহভবপঃরড়হ নু ঘবীঃ এবহবৎধঃরড়হ ঝবয়ঁবহপরহম’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে স্পিকার হিসেবে বিষয়বস্তুর উপর প্রেজেন্টেশন উপস্থাপন ও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুইডেনের উমেয়া ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব মেডিসিন এর পোস্ট-ডক্টরাল রিসার্চার ড. এ কে এম ফিরোজ মাহমুদ। সেমিনারে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজিই ডিসিপ্লিনের প্রফেসর ড. এস এম আব্দুল আউয়াল। অনলাইনে যুক্ত থেকে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হার্ভার্ড মেডিসিন স্কুলের শিক্ষক ড. বিপ্লব চন্দ্র পাল।
সেমিনারে বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ জুলফিকার হোসেন, ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রায়হান আলীসহ ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।