খুবির বিজিই ডিসিপ্লিনের ১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ১৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আয়েশা আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
পরে তিনি বিদায়ী ব্যাচের শিক্ষর্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন এবং ডিসিপ্লিনে বিভিন্ন অর্জনের জন্য কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন, প্রফেসর ড. শেখ মোঃ এনায়েতুল বাবর, প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, প্রফেসর ড. শেখ জুলফিকর হোসেন। বিদায়ী ১৬ ব্যাচের শিক্ষার্থী তারক চন্দ্র ঢালী এবং ১৭ ব্যাচের শিক্ষার্থী বনানী সরকার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ১৬ ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আফরিন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।