December 26, 2024
আঞ্চলিক

খুবির বিজিই ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত 

খবর বিজ্ঞপ্তি  

 

খুুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ১৮ এবং ১৯ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আয়েশা আশরাফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন।  

 

এছাড়াও বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ড. মোঃ শামীম আকতার এবং ড. চঞ্চল মন্ডল। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে সকাল সাড়ে ১০ টায় ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আয়েশা আশরাফের নেতৃত্বে এক র‌্যালি অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে র‌্যালিটি উদ্বোধন করেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী। র‌্যালিটি হাদী চত্বর, কটকা, কেন্দ্রীয় লাইব্রেরি, অদম্য বাংলা হয়ে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা, কর্মচারি উপস্থিত ছিলেন। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *