খুবির ফউটে ও সয়েল ডিসিপ্লিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
গতকাল বুধবার সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন (ফউটে) এবং সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনে পৃথকভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ফউটে ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান উপস্থিত ছিলেন। ঢাকা থেকে খুলনায় পৌঁছে অতঃপর ডিসিপ্লিনের ইফতারীতে উপস্থিত থাকায় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ এনামূল কবীর। ইফতারে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেন।
অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের নীচতলায় বিশ্ববদ্যিালয়ের টিচার্স ক্লাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ মোতাসিম বিল্লাহ সবাইকে ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য ডিসিপ্লিনের পক্ষ থেকে ধন্যবাদ জানান। সূচনা বক্তব্য রাখেন ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ড. জগদীশ চন্দ্র জোয়ারদার। ইফতার অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিসিপ্লিনের প্রভাষক মোঃ তারেক বিন সালাম। ইফতার অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভ‚ঁইয়াসহ ডিসিপ্লিনের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ইফতার মাহফিলে ইফতার পূর্বে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন পেশ ইমাম ক্বারী মোঃ মোস্তাকিম বিল্লাহ।