খুবির প্রফেসর মাহমুদ হোসেনের মাতার ইন্তেকাল : ভিসি’র শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেনের মাতা, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেনের স্ত্রী এবং বাগেরহাট জাহানাবাদ গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা জাহানারা বেগম গতকাল শনিবার ভোর সাড়ে ৩ টায় বাগেরহাট শহরের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্বামী ও এক পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ জোহর মরহুমার নামাযে জানাযা বাগেরহাট আলীয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মোড়লগঞ্জের কচুবুনিয়া গ্রামে। সেখানে দ্বিতীয় জানায়া শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহমুদ হোসেনের মাতা এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হকের স্ত্রীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ ইনামুল কবীরসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন। অপরদিকে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান এবং সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল অনুরূপ শোক প্রকাশ করেছেন।