খুবি’র পরিবহনপুলে যুক্ত হলো নতুন দুইটি গাড়ি
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যাতায়াতের সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় পরিবহনপুলে নতুন ১টি মাইক্রোবাস এবং ১টি মিনিবাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪.৫০ টায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই নতুন দুইটি গাড়ির চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, বিভাগীয় প্রধানসহ পরিবহন পুলের পরিচালক ও পুলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।