খুবির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনে নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের উদ্যোগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন প্রধান ড. মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রফেসর ড. ফারজানা নাহিদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক ড. মোঃ তরিকুল ইসলাম, গোষ্ঠ গোপাল বিশ্বাস, কারিমুল হক, রিঙ্কু মজুমদার, মোঃ আব্দুল মালেক, মোঃ সোহেল শিকদার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে সৌভিক কুমার ঘোষ, মোঃ লাবিব হোসেন খান, এজাজ আহমেদ, নওশীন ফেরদৌস সম্পা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরিফুল ইসলাম ও মনোয়ারা আখতার বিথী। বিদায়ী এবং নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে কটকা হয়ে হাদী চত্বরে এসে শেষ হয়।