খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের কৃতি শিক্ষার্থী ও খেলোয়াড়দের সংবর্ধনা
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের আর্থিক অনুদান ও খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান উপলক্ষে ‘ডিভেলপমেন্ট ফেইস্ট‘ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন প্রধান কাজী হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। তিনি কৃতি শিক্ষার্থী, খেলোয়াড় ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনকারীদের হাতে আর্থিক অনুদান ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক মোঃ আশিকুজ্জামান। অনুষ্ঠানে ডিসিপ্লিনে কৃতি শিক্ষার্থীদের মধ্যে শ্রেষ্ঠ নৈয়ায়িক আনমন রহমান ও শ্রেষ্ঠ খেলোয়াড় রাসমিয়া সুলতানা বক্তব্য রাখেন। এর আগে সকালে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে কটকা হয়ে হাদী চত্বরে এসে শেষ হয়। এসময় সমাজবিজ্ঞান ডিসিপ্লিন প্রধানসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।