খুবির গণিত ও পরিসংখ্যান ডিসিপিনে নবীনবরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান ডিসিপ্লিনের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ পৃথকভাবে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের উদ্যোগে অনুষ্ঠিত হয়। বেলা ২টায় কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে পরিসংখ্যান ডিসিপ্লিনের ১৮ ব্যাচের উদ্যোগে আয়োজিত ১৯ ব্যাচের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন এন এ এম ফয়সাল আহমেদ। নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখে সাবরিনা আখতার শীতল ও মোঃ বিল্লাল হোসেন বিপ্লব।
১৮ ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখে মীম হক ও রমেশ পাল। অপরদিকে সকাল ১১টায় ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে অনুষ্ঠিত গণিত ডিসিপ্লিনের ১৮ ও ১৯ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সর্দার ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার ও ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে প্রফেসর ড. মোঃ মাহমুদ আলম এবং শিক্ষার্থীদের মধ্যে নয়ন সরকার ও মোঃ আরাফাত ইসলাম বক্তব্য রাখেন।