খুবির কর্মকর্তা গৌর চন্দ্র করের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনে কর্মরত সেকশন অফিসার গৌর চন্দ্র করের মা অনিতা কর গত রোববার রাত ৮টায় নিজ গ্রাম দিঘলিয়ার বারাকপুরে পরলোকগমন করেন। তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ভাস্কর্য ডিসিপ্লিনে কর্মরত সেকশন অফিসার গৌর চন্দ্র করের মায়ের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস ও ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান মোঃ শেখ সাদী ভ‚ঁইয়াসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুরূপ শোক প্রকাশ করেছেন।