খুবির একাডেমিক কার্যক্রম বন্ধ ৯ এপ্রিল পর্যন্ত
খবর বিজ্ঞপ্তি
করোনাভাইরাস থেকে সতর্কতায় মন্ত্রিপরিষদের সভার সিদ্ধান্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিলো। কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবং ১১ এপ্রিল সকাল ১০টায় আবাসিক সকল হল খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়েছে।