December 26, 2024
আঞ্চলিক

খুবির এইচআরএম ডিসিপ্লিনের উদ্যোগে ছাত্র-শিক্ষক-অভিভাবক মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ডিসিপ্লিনের উদ্যোগে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এইচআরএম ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. ফিরোজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি এইচআরএম এর এই মতবিনিময় অনুষ্ঠানকে ব্যাতিক্রমধর্মী আয়োজন হিসেবে উল্লেখ করে বলেন এই ডিসিপ্লিন দক্ষ মানব সম্পদ তৈরিতে সবিশেষ ভ‚মিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর মোঃ মিজানুর রহমান এবং শিক্ষকদের পক্ষে জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তামিমা হাসান তইশি, ফারিয়া রহমান, আব্দুল্লাহ আল মারুফ ও সৌভিক সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রভাষক মেহেদী হাসান। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *