খুবির ইসিই ডিসিপ্লিনে ক্রিকেট চ্যাম্পিয়নশীপ উদযাপন
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ইসিই নাইট এন্ড ক্রিকেট চ্যাম্পিয়নশীপ সেলিবারেশন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি সুশৃঙ্খলভাবে আনন্দঘন পরিবেশে এই উদযাপনের জন্য ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষর্থীদের শুভেচ্ছা জানান।
পরে তিনি প্রাপ্ত চ্যাম্পিয়ন ট্রফি ইসিই ডিসিপ্লিনের ক্রিকেট দলের হাতে তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন, শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক মোল্যা মোহাম্মদ শফিকুর রহমান, প্রফেসর ড. ইসমত কাদির। শিক্ষার্থীদের মধ্যে মাসুর হোসাইন সানি ও মোঃ সানাউল্লাহ চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।