খুবির ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনে নবীনবরণ
গতকাল রবিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের সামনে থেকে নবীনবরণ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে কটকা স্মৃতিস্তম্ভ, হাদী চত্ত¡র ও প্রশাসন ভবনের সামনে দিয়ে অদম্য বাংলায় এসে শেষ হয়। র্যালিতে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। এছাড়া বিকেলে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।