খুবির ইংরেজি ডিসিপ্লিনে ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইংরেজি ডিসিপ্লিনে ইংরেজি ভাষার চর্চা, গবেষণা এবং শিক্ষার্থীদের মনন ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে গতকাল রবিবার প্রফেসর সামিউল হক এর পরিচালনায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ডিসিপ্লিন প্রধান প্রফেসর এ আর এম মোস্তাফিজার রহমান এর নির্দেশক্রমে ক্লাব গঠনের আহবায়ক মনোনীত হয়েছেন তিনি।
এসময় প্রফেসর সামিউল হক বলেন, আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে আমাদের কাজ শুরু করতে যাচ্ছি। এটা আমাদের শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বহুগুণে বৃদ্ধি করবে। ফলে তারা দেশ ও দেশের বাইরে নিজেদের তথা খুলনা বিশ্ববিদ্যালয়কে এক ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পারবে। তিনি আরো বলেন, আমরা একটি পূর্নাঙ্গ কমিটি গঠনের পর ক্লাবের গঠনতন্ত্র তৈরি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনুমতি নিয়ে পুরোদমে কার্যক্রম শুরু করবো। সাধারণ শিক্ষার্থীরা এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং এটা তাদের জন্য এক অনন্যধর্মী উদ্যোগ বলে মন্তব্য করেছেন।