খুবির অফিসার কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ১৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপ-পরিচালক (অডিট) শেখ মুজিবুর রহমান। এ নিয়ে তিনি পরপর তিনবার সভাপতি পদে নির্বাচিত হলেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী উপ-প্রধান প্রকৌশলী (তড়িৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ) পেয়েছেন ১৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন উপ-রেজিস্ট্রার মোঃ তারিকুজ্জামান লিপন তিনি পেয়েছেন ১০৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ¦ী উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল পেয়েছেন ৯৬ ভোট। সহ-সভাপতির ২টি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে উপ-রেজিস্ট্রার মোঃ শহিদুল আলম হাওলাদার ও সহকারী রেজিস্ট্রার মোঃ মাসুদুর রহমান মিয়া। এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার তানভীর হোসেন বাবু। দপ্তর ও প্রচার সম্পাদক পদে সিনিয়র সায়েন্টিফিক অফিসার সঞ্জয় সাহা। অর্থ সম্পাদক পদে সেকশন অফিসার মোঃ আব্দুল হামিদ বেপারী। ক্রীড়া, সংস্কৃতি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে সহকারী রেজিস্ট্রার এইচ এম ইকবাল হোসেন।
এছাড়া নির্বাহী সদস্যের ৭টি পদে যথাক্রমে সেকশন অফিসার (ল্যাব) সাইদা আক্তার রিনি, পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) শেখ শারাফাত আলী, সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ আল মামুন, সহকারী রেজিস্ট্রার সৈয়দ মিজানুর রহমান, সেকশন অফিসার মুহাম্মদ রফিকুল ইসলাম, চিফ কম্পাউন্ডার গণেশ চন্দ্র পাল এবং সহকারী রেজিস্ট্রার আবদুর রহমান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপ-রেজিস্ট্রার জিএম লুৎফর রহমান। অপর কমিশনারবৃন্দ ছিলেন যথাক্রমে উপ-পরিচালক মাসুদুল হাসান ও ডাঃ অর্চিষ্মান দেবনাথ। নির্বাচনে ২৯৬ জন ভোটারের মধ্যে ২৮৬ জন ভোট প্রদান করেন। গতরাত ১টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।