খুবিতে ৩য় আন্তঃডিসিপ্লিন দাবা প্রতিযোগিতার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিটনেস সেন্টারে ৩য় আন্ত:ডিসিপ্লিন-দাবা (দলীয়) প্রতিযোগিতা’১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্লা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে উক্ত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
তিনি বলেন, বিগত সময়ে খুলনা বিশ্ববিদ্যলয় আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করতে হবে। কেবল দাবা প্রতিযোগিতায় নয়, সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক সাহারা বানু। এ সময় শারীরিক শিক্ষা ও চর্চা বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।