October 31, 2024
আঞ্চলিক

খুবিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরী বোতল সংকটে ব্যাহত হচ্ছে কার্যক্রম

রেজওয়ান আহম্মেদ, খুুবি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) স্বল্প পরিসরে তৈরী হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার কিন্তু উপযুক্ত বোতল বাজারে না পাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। গত বৃহস্পতিবার প্রাথমিকভাবে ৬০ মিলির ৩৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে খুবির রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে এ নিয়ে ব্যাপক সাড়া পাওয়া যায়।

বর্তমানে ৬০ মিলির প্রত্যেক বোতল ৭৫ টাকায় বিক্রি করা হচ্ছে। তারা জানায়, ‘রসায়ন বিভাগের ল্যাবে যে  হ্যান্ড স্যানিটাইজার রয়েছে তা দিয়ে ৬০ মিলির আরো ৭০০ বোতল প্রস্তুত করা সম্ভব। আশা করা হচ্ছে বোতল সংগ্রহ করে আগামী ২ সপ্তাহের মধ্যে এ ৭০০ বোতল প্রস্তুত করা সম্ভব হবে। তবে কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা বা স্পন্সর পেলে আমরা বিনামূল্যেই এগুলো বিতরণ করতে পারবো’।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় সব সময় মানুষের পাশে থাকতে চায়। রসায়ন বিজ্ঞান ডিসিপ্লিনের এ কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। সেজন্য এ কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করবে’।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *