খুবিতে সুশাসনে তথ্য অধিকার ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার আজ
খবর বিজ্ঞপ্তি
আজ সকাল ১০:০০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের উদ্যোগে সুশাসনে তথ্য অধিকার ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধান তথ্য কমিশনার প্রফেসর ড. গোলাম রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর মোছাঃ তাছলিমা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন প্রধান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।