December 21, 2024
আঞ্চলিক

খুবিতে সরকারি আইন সহায়তার প্রচার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

গতকাল শুক্রবার বিকেল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের আইন স্কুল এবং ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস(পিপিজে) অ্যাক্টিভিটির যৌথ উদ্যোগে সরকারি আইন সহায়তার প্রচার শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আইন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

তিনি বলেন- আমাদের দেশে, আমাদের সমাজে বেশিরভাগ মানুষ আইন সম্পর্কে, তার অধিকার সম্পর্কে, অধিকার প্রতিষ্ঠা সম্পর্কে অবগত নন এবং সেই সাথে সচেতনও নন। এই পিছিয়ে থাকা সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা না গেলে সমাজে বৈষম্য কমবে না। সরকার অস্বচ্ছল বা সামর্থ্যহীন মানুষদের জন্য আইনী সহায়তা দিচ্ছে এবং তা সহজেই পাওয়া যাচ্ছে এই বার্তাটি তাদের কাছে পৌঁছাতে হবে। এর জন্য প্রচার দরকার। তিনি আইনের শিক্ষার্থীদেরকে এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং তারা যখন পেশাজীবী হবেন সে সময় অস্বচ্ছল মানুষদেরকে যেনো স্বেচ্ছায় সহায়তা করেন সে আহবান জানান।

তিনি এই কর্মশালা আয়োজনের জন্য আইন স্কুল এবং ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস(পিপিজে) অ্যাক্টিভিটিকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসএআইডি’র চিফ অব পার্টি চার্লস জাকোসা। এছাড়া কর্মশালায় সংশ্লিষ্ট বিষয়ে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস খুলনার সহকারী পরিচালক সিনিয়র অ্যাসিসট্যান্ট জজ মোঃ আকতারুজ্জামান এবং জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়ির অ্যাসিসট্যান্ট জজ প্রবীর কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুণম চক্রবর্তী। কর্মশালায় আইন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী অংশ নেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *