খুবিতে মেডিকেল সেন্টার নির্মাণে সোয়া ৬ কোটি টাকার চুক্তি স্বাক্ষর
দ: প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ ডাঃ আলীম চৌধুরী চিকিৎসা কেন্দ্র নামে অবস্থিত বর্তমান মেডিকেল সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত করে নির্মাণে সোয়া ৬ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের কার্যালয়ে নির্মাতা প্রতিষ্ঠানের সাথে এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং কাজী মনিরুজ্জামান।
এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, প্রধান প্রকৌশলী (চুক্তি ভিত্তিক) শেরাজুম মুনীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এক হাজার বর্গমিটার আয়তনের চারতলা বিশিষ্ট এই মেডিকেল সেন্টারটি প্রথম পর্যায়ে চারতলা ভিত্তির ওপর দ্বিতল ভবন নির্মাণ করা হবে।