খুবিতে মিক্সড মেথডস রিসার্চ ডিজাইনের উপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব মোঃ নুরুল আমিন বলেছেন দেশের বিভিন্ন সেক্টরে যে উন্নয়ন হচ্ছে এর নেপথ্যে গবেষণা বড় রকমের ভ‚মিকা পালন করছে, প্রভাবকের কাজ করছে। একটি সেক্টরের উদহারণ দিয়েই বলা যায়, গবেষণার মাধ্যমেই কৃষি খাতে বিপ্লব এসেছে। তাই দেশের সামগ্রিক উন্নয়ন টেকসই ও ত্বরাণি¦ত করতে হলে গবেষণার বিকল্প নেই।
তিনি গতকাল বিকেল ৩টায় ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের উদ্যোগে মিক্সড মেথডস রিসার্চ ডিজাইন এন্ড ডাটা এ্যানালাইসিস উইথ এসপিএসএস এন্ড এনভিভো শীর্ষক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এসব কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি কোয়ালিটি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে জায়গা, অবকাঠামো, ল্যাব, একাডেমিক ভবন, শিক্ষার্থীদের আবাসিক হলের স্বল্পতার কথা উল্লেখ করে চলমান উন্নয়ন প্রকল্পের সংশোধিত পিসিপি, নতুন একটি বড় প্রকল্প প্রণয়নের উদ্যোগের বিষয় উল্লেখ করে মন্ত্রণালয়ের সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সোসাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিলের উপপরিচালক(উপসচিব) ড. উত্তম কুমার দাস। ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন নগর ও গ্রামীন পরিকল্পনা ডিসিপ্লিরে প্রদান প্রফেসর ড. কাজী সাইফুল ইসলাম। এর আগে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। এই প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও কুয়েট, রুয়েটসহ কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষক-গবেষক ও অন্যান্য প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিনিধি অংশ নেন।