খুবিতে মিক্সড মেথডস রিসার্চ ডিজাইনের উপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার বেলা ৩টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের উদ্যোগে মিক্সড মেথডস রিসার্চ ডিজাইন এন্ড ডাটা এ্যানালাইসিস উইথ এসপিএসএস এন্ড এনভিভো শীর্ষক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্যতম শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এই প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও কুয়েট, রুয়েটসহ কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষক-গবেষক ও অন্যান্য প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।