খুবিতে মহারাজের আশীর্বাদ নাট্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বাংলা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক রুবেল আনছার রচিত মহারাজের আশীর্বাদ নাট্যগ্রন্থের প্রকশনা উৎসব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি এর আগে নাট্যগ্রন্থের মোড়ক উম্মোচন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরিফ হাসান লিমন। নাটকটি গত ৫ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা প্রাঙ্গণে মঞ্চস্থ করা হয়। মঞ্চায়িত নাটকটির দর্শক হিসেবে অনুভ‚তি প্রকাশ করে বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মাহমুদ হোসেন, বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আসমা ইয়াসমীন রুনা। অনুষ্ঠানে মহারাজের ভ‚মিকায় অভিনয়কারী নাটকটির রচয়িতা ড. রুবেল আনছার সবিশেষ দিক তুলে ধরে বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন নাট্যগ্রন্থটির প্রকাশনা সংস্থা বুকভিলার সত্ত¡াধিকারী মোঃ সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক বিভ‚তি ভ‚ষণ মন্ডল। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।