December 21, 2024
আঞ্চলিক

খুবিতে বিশ্ব পানি দিবস পালিত

 

 

গতকাল রবিবার সকাল সাড়ে ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল,ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে বিশ্ব পানি দিবসের কর্মসূচি পালনে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে কটকা হয়ে হাদী চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ব পানি দিবস পালনের তাৎপর্য তুলে ধরে বলেন, বিশ্বে উদ্ভিদ ও প্রাণির বেঁচে থাকার জন্য পানির প্রয়োজনীয়তা অপরিহার্য। বিশুদ্ধ পানি বা পানীয়জলের ক্রমবর্ধমান সংকটের কথা তুলে ধরে তিনি বলেন পূর্বাভাস রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে তা হবে পানি নিয়েই তাই পানির অপচয় রোধ, উৎস সংরক্ষণ এবং দূষণ রোধ খুবই জরুরী হয়ে পড়েছে। এ জন্য জনসচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, পানির পুনর্ব্যবহার (রিসাইক্লিং) বিষয়টি নিয়ে আমাদের ভাববার সময় এসেছে। কোনোভাবেই পানির অপচয় করা যাবে না। পরে এ উপলক্ষে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ মোতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক ও আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর মোঃ সানাউল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিসিপ্লিনের প্রভাষক মোঃ তারিক বিন সালাম। অনুষ্ঠানে চ‚ড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ জিপিএ অর্জন করায় ১৫ ব্যাচের বাঁধন আহমেদ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য সুমাইয়া আক্তার, আন্তঃডিসিপ্লিন ভলিবল প্রতিযোগিতায় (ছাত্র) রানার আপ হওয়ায় সংশ্লিষ্ট টিমকে এবং সয়েল ডিকশেনারি এ্যাপস তৈরির জন্য সুদীপ্তকে পুরস্কৃত করা হয়। এছাড়া ৩ মিনিট রিসার্চ থিসিস প্রেজেন্টেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় নওমী জেসিকা হালদার প্রথম স্থান, বাঁধন আহমেদ দ্বিতীয় স্থান এবং শাইকা আরবি তৃতীয় স্থান অধিকার করে। তাদেরকেও পুরস্কৃত করা হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *