খুবিতে বায়োস্কোপ এর উদ্যোগে নাট্য কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ে কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে শিক্ষার্থীদের সংগঠন বায়োস্কোপ এর উদ্যোগে তাহিদুল আলম রিফাতের সভাপতিত্বে ‘ধারালো বিবেক আর শাণিত চোখে/ জীবন দেখি ও জীবন দেখাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ‘কথা ও আড্ডায় নাট্য কর্মশালা’ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় কেক কেটে এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর শরীফ হাসান লিমন। পরে এক বর্ণাঢ্য র্যালি হাদী চত্বর থেকে শুরু হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ পর্যন্ত এসে শেষ হয়। নাট্য কর্মশালাটি পরিচালনা করেন বিশিষ্ট নাট্যকর্মী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শহিদুল আলম সাচ্চু। এসময় আমন্ত্রিত অতিথিদের সাথে বায়োস্কোপের সদ্যসরাও উপস্থিত ছিলেন।