খুবিতে ‘বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা কাল
খবর বিজ্ঞপ্তি
আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।