December 21, 2024
আঞ্চলিক

খুবিতে বঙ্গবন্ধু আন্তঃডিসিপ্লিন টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু আন্তঃডিসিপ্লিন টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

উদ্বোধনকালে তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি কর্মসূচি ও নির্দেশনার আলোকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে বছরব্যাপী মুজিববর্ষ উদ্যাপনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। এরই আলোকে বঙ্গবন্ধু টি-২০ আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক অবদান স্মরণীয় করে রাখার পাশপাশি তা নানাভাবে চর্চা ও অনুশীলন করতে চাই। এই ক্রিকেট প্রতিযোগিতা তাই বঙ্গবন্ধুর নামেই উৎসর্গ করা হয়েছে। তিনি এই প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করে আগামী ২৬ মার্চ যাতে পুরস্কার বিতরণ করা যায় সেভাবে প্রচেষ্টা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন।

পরে তিনি ব্যাট করে খেলার উদ্বোধন করেন। এসময় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী ইলেক্ট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ও ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী এবং ডিসিপ্লিনের খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মোল্যা মোহাম্মদ শফিকুর রহমান। সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক মোঃ মইনুল ইসলাম। খেলায় ভাস্কর্য ডিসিপ্লিন ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭১ রান করে ওয়ালআউট হন। জবাবে ইসিই ডিসিপ্লিন ১১-২ ওভারে ৭৩ রান করে ৮ উইকেটে জয় লাভ করে। অপরদিকে দ্বিতীয় খেলায় স্থাপত্য ডিসিপ্লিন ইংরেজি ডিসিপ্লিনকে ৭ রানে পরাজিত করে জয়লাভ করে।

উল্লেখ্য, টি-২০ ক্রিকেট প্রতিযোগিতায় প্রথমে গ্রæপ লীগের খেলা অনুষ্ঠিত হবে। এরপর প্রত্যেক গ্রæপ থেকে একটি দল নিয়ে মোট ৮ দলের মধ্যে পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *