খুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিববর্ষ ক্ষণগণনা উপলক্ষে কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) ক্ষণগণনা উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১০ জানুয়ারি ২০২০ খ্রি. তারিখ শুক্রবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রা, সকাল ৯-৪৫টায় বিশ্ববিদ্যালয়ের কালজয়ী মুজিব প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং সকাল ১০ টায় আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা। উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও ছাত্র-ছাত্রীকে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।