January 22, 2025
আঞ্চলিক

খুবিতে প্লেজারিজম চেকার সফটওয়্যার ব্যবহার শুরু

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রমের গুণগতমান সংরক্ষণ ও উন্নয়নে টার্নিটিন প্লেজারিজম (কুম্ভীলকবৃত্তি) চেকার নামের নতুন একটি সফটওয়্যার ব্যবহার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনা, দেশি-বিদেশি পিয়ার রিভিউয়ার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পরামর্শের আলোকে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসির) উদ্যোগে ও অর্থনীতি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ নাসিফ আহসানের সক্রিয় সহযোগিতায় এবং আইসিটি সেল এর পরিচালক প্রফেসর ড. কামরুল হাসান তালুকদারের সার্বিক তত্ত¡াবধানে চলতি অক্টেবর হতে এ সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু হয়েছে।

উক্ত সফটওয়্যার এর যথাযথ ব্যবহার খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকগণসহ সংশ্লিষ্ট সকলের গবেষণা কার্যক্রমের গুণগতমান সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট সবাই আইসিটি সেলের মাধ্যমে উক্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *