খুবিতে প্রথম আন্তঃডিসিপ্লিন ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার বিকেল ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ব্যাডমিন্টন কোর্টে বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তঃডিসিপ্লিন ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শারীরিক শিক্ষা চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ছেলেদের চ‚ড়ান্ত খেলায় (একক) এনভায়রণমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন(ইএস) এবং মেয়েদের খেলায়(একক) বাংলা ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ছেলেদের খেলায় রানারআপ হয় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন (বিএ) এবং মেয়েদের খেলায় সমাজবিজ্ঞান ডিসিপ্লিন।