খুবিতে প্রথম আন্তঃডিসিপ্লিন ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ব্যাডমিন্টন কোর্টে বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তঃডিসিপ্লিন ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০১৯-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শারীরিক শিক্ষা চর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোল্লা মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট চলতি দায়িত্ব ড. মোঃ ইকবাল আহমেদ। এই প্রতিযোগিতায় ছাত্রদের খেলায় ৮টি গ্রæপে ২৯টি ডিসিপ্লিন এবং ছাত্রীদের ৪টি গ্রæপে ২২টি ডিসিপ্লিন অংশগ্রহণ করছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।