খুবিতে পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সেমিনার লাইব্রেরিতে ৩য় বর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী ইমপর্টেন্সি অব সয়েল কনজার্ভেশন ফর এনসিওরিং সয়েল সাসটেইনেবলিটি শীর্ষক পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. শেখ মোতাসিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ডিসিপ্লিনের প্রফেসর মোঃ সানাউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রভাষক মোঃ তারেক বিন সালাম। চারটি গ্রæপে বিভক্ত হয়ে চারটি স্থানের বিভিন্ন বিষয়ের চিত্র এই পোস্টার প্রদর্শনীতে স্থান পায়। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।