খুবিতে নির্মাণাধীন তিনটি অবকাঠামোর কাজের গতি ত্বরান্বিতের নির্দেশ ভিসি’র
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসে নির্মাণাধীন বিভিন্ন অবকাঠামোর কাজ পরিদর্শন করেন। এসময় তিনি শতাধিক কোটি টাকা বরাদ্দে নির্মাণাধীন ৩টি অবকাঠামো যথাক্রমে জয়বাংলা চতুর্থ একাডেমিক ভবন, ইনস্টিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ (আইইআর) ভবন এবং শহিদ ডা. আলীম চৌধুরী মেডিকেল সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি এসব অবকাঠামোর যথাযথ মান বজায় রেখে নির্মাণকাজের গতি ত্বরান্বিত করার নির্দেশ দেন। পরিদর্শনকালে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়