November 26, 2024
আঞ্চলিকশিক্ষা

খুবিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু আগামী ১৬ জানুয়ারি

বছরে দুই ভাগ করে নেওয়া হবে হলচার্জ

 

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৬ জানুয়ারি রবিবার থেকে যথারীতি শুরু হবে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের পুরাতন সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সকল স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ছাত্র বিষয়ক পরিচালক, সকল হলের প্রভোস্টবৃন্দ এবং আইসিটি সেলের পরিচালক উপস্থিত ছিলেন।

সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৬ জানুয়ারি রবিবার থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ সংক্রান্ত বিস্তারিত একাডেমিক ক্যালেন্ডার যথাসময়ে প্রণয়ন করা হবে বলে জানানো হয়। এছাড়া শিক্ষার্থীদের নির্ধারিত হলচার্জ এখন থেকে বছরে একবারের পরিবর্তে দুই ভাগে প্রতি টার্মে কোর্স রেজিস্ট্রেশনের সময় গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *