খুবিতে দু’দিনব্যাপী নৈয়ায়িক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আজ শুরু
খবর বিজ্ঞপ্তি
‘যুক্তির দৃপ্ততায় আঁকি নিজস্ব অবস্থান’ এ শ্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী নৈয়ায়িক প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আগামীকাল শুরু হচ্ছে। প্রতিযোগিতার প্রথম দিন আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সংসদীয় বিতর্কের এ প্রতিযোগিতা শুরু হবে।
ট্যাব পদ্ধতিতে পাঁচ রাউন্ড বিতর্ক শেষে পয়েন্টের ভিত্তিতে সেরা আট দল মনোনীত হবে কোয়ার্টার ফাইনালের জন্য। খুলনা বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিতর্ক বিষয়ক সংগঠন নৈয়ায়িক এ প্রতিযোগিতার আয়োজক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। পরের দিন ৭ সেপ্টেম্বর, শনিবার, বেলা সাড়ে ৩টায় বিতর্কের চ‚ড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, নৈয়ায়িকের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মো. মনিরুল ইসলাম এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নৈয়ায়িকের সভাপতি মতিউর রহমান।