খুবিতে দুই মেধাবী শিক্ষার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের অর্থনৈতিকভাবে অস্বচ্ছল দুইজন মেধাবী শিক্ষার্থীর হাতে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ল্যাপটপ তুলে দেন।
উপাচার্য তাদেরকে অধ্যয়নে আরও মনোনিবেশ করে ভালো ফলাফল করার পাশাপাশি নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন যাতে দেশ, সমাজ ও তার পরিবার উপকৃত হয়। একই সাথে তাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। এ সময় সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ এনামুল কবীর উপস্থিত ছিলেন।
ল্যাপটপপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সিএসই ডিসিপ্লিনের ১৯ ব্যাচের আজহার ও দীন মোহাম্মদ। ন্যাসিনিয়া নামক একটি সফটওয়্যার কোম্পানি এই ল্যাপটপ দুটি বিনামূল্যে প্রদান করে। উক্ত কোম্পানিটি ২০১২ সাল থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিসিপ্লিনে ল্যাপটপ দিয়ে আসছে। এছাড়াও কোম্পানিটি আরও কয়েকটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করে থাকে।