খুবিতে ডিবেটিংয়ের ওপর কর্মশালা সমাপ্ত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে ইংরেজি ডিসিপ্লিনের উদ্যোগে ডিসিপ্লিনের স্মার্ট ক্লাস রুমে আয়োজিত তিনদিনব্যাপী ডিবেটিংয়ের ওপর এক কর্মশালা শেষ হয়েছে। কর্মশালার সমাপনীতে সভাপতিত্ব করেন ইংরেজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। তিনি বিতর্ক চর্চার গুরুত্ব এবং উল্লেখযোগ্য দিকগুলো সর্ম্পকে বক্তব্য রাখেন।
ডিবেটিং কর্মশালায় মডারেটর হিসেবে ডিবেটিংয়ের বিভিন্ন কলাকৌশল এবং সংসদীয় বিতর্কের রীতিনীতি সর্ম্পকে বক্তব্য রাখার পাশাপাশি নির্ধারিত একটি বিষয়ের ওপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার পরিচালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি মোহাম্মদ তানভীর কায়সার। কর্মশালাটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন ইংরেজি ডিসিপ্লিনের প্রভাষক আয়শা রহমান আশা। পরে এই কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি ইংরেজি ডিসিপ্লিন প্রধান। এই ডিবেটিং কর্মশালায় ডিসিপ্লিনের বিভিন্ন বর্ষের ৪৫ জন শিক্ষার্থী অংশ নেন।