খুবিতে ডিজিটাল এন্ড কম্পিউটেশনাল এগ্রিকালচার এন্ড ডাটা ম্যনেজমেন্ট শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এগ্রোটেকনোলজি ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের সমন্বয়ে ডিজিটাল এন্ড কম্পিউটেশনাল এগ্রিকালচার এন্ড ডাটা ম্যনেজমেন্ট শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. সরদার শফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ রায়হান আলী, বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। কর্মাশালায় আরও বক্তব্য রাখেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গেøাবাল ইনস্টিটিউট অব ফুড সিকিউরিটির (জিআইএফএস) গবেষক প্রফেসর ড. ডেভিড ¯েœইডার, একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রফেসর ড. চঞ্চল রায় এবং সহযোগী অধ্যাপক ড. বনানী রায়।
স্বাগত বক্তব্য রাখেন সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। সঞ্চালনা করেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের মোঃ নাইম হক ও মার্গারেট মল্লিক। উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক প্রফেসর ড.মোঃ সারওয়ার জাহান ও সদস্য প্রফেসর ড. মোঃ মনিরুল ইসলাম এবং সদস্য-সচিব প্রফেসর মোঃ ইয়ামিন কবীর। পরে কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর পাওয়ার পয়েন্টে নিবন্ধ উপস্থাপন করা হয় এবং শেষে প্রশ্নত্তোর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনদ্বয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।