খুবিতে ডাঃ মোজাম্মেল হোসেন এমপির রুহের মাগফেরাত কামনায় দোয়া
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মাহমুদ হোসেনের পিতা বর্ষীয়ান রাজনীতিবিদ বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডাঃ মোজাম্মেল হোসেনের রুহের মাগফেরাত কামনায় গতকাল বাদ যোহর খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে এক দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়াপূর্বে মরহুমের সামাজিক ও মানবিক কার্যক্রমের উল্লেখযোগ্য দিক তুলে ধরে সাংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।