December 22, 2024
আঞ্চলিক

খুবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরণ

খবর বিজ্ঞপ্তি

গতকাল মঙ্গলবার খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পোনা অবমুক্ত করা হয়। সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের নেতৃত্বে র‌্যালিটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে শুরু করে হাদী চত্বর হয়ে কটকা স্মৃতিস্তম্ভের পুকুরের পাশে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি বেলুন উড়িয়ে উদযাপন সপ্তাহের উদ্বোধন করেন। পরে প্রধান অতিথি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং জাল ফেলে পুকুরে মাছ ধরা প্রতিযোগিতার উদ্বোধন করেন। অতঃপর কটকা স্মৃতিস্তম্ভের অদূরে উন্মুক্ত স্থানে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।

অলোচনা পর্বে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ১৯৭০-৭১ সালে এ দেশে যে জনসংখ্যা ছিলো এখন তার চেয়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। নদ-নদী জলাভ‚মি কমেছে। এ অবস্থায় মাছের ব্যাপক ঘাটতি থাকার কথা। কিন্তু আমরা দেখতে পাই মাছের উৎপাদন বেড়েছে। এমনকি আমরা বিশ্বে মাছ উৎপাদনে প্রথম সারিতে চলে এসেছি। ঠিক একইভাবে খাদ্য উৎপাদনেও আমরা সফল হয়েছি। এই সাফল্যের পিছনে বর্তমান সরকারের নানামুখী প্রচেষ্টা এবং বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা অবদান রেখেছে। তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক এবং খালে-বিলে সর্বত্র মাছের পরিকল্পিত চাষ হোক সে প্রত্যাশা রাখি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। সভাপতির বক্তব্য রাখেন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ। পরে প্রধান অতিথি এ উপলক্ষে ডিসিপ্লিন আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *